নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কের বোতলাগাড়ী এলাকার একটি পুকুর থেকে সাইদ (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
শহরের রেলওয়ে গেটবাজার এলাকার পান ব্যবসায়ী সাইদের বাড়ি শহরের সাহেবপাড়া মুক্তিযোদ্ধা রোডে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সোমবার সকাল থেকে সাঈদ নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে বোতলাগাড়ী এলাকার একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫