ঢাকা: সদ্য প্রয়াত সাংবাদিক হোসাইন জাকিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাদ জোহর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এ মিলাদ মাহফিলের আয়োজন করে।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন পরিকল্পনা কমিশন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জাকারিয়া। এতে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ, ইসি সচিব সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানসহ ইসির কর্মকর্তাকর্মচারী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, হোসাইন জাকির সদা হাসি মুখের ও ভালো মানুষ ছিলেন। তার আত্মার শান্তি কামনা করি।
সচিব সিরাজুল ইসলাম বলেন, শুধু মিলাদ-মাহফিল করে দায়িত্ব শেষ করলে হবে না। জাকির ছোট ছোট ৩টি ছেলে-মেয়ে রেখে গেছেন। তাদের খোঁজ নেওয়াটাই হবে সবচেয়ে বড় দায়িত্ব। এ বিষয়টি যেন আমরা ভুলে না যাই।
সাংবাদিক হোসাইন জাকির ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার (২১ ফ্রেবুয়ারি) মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করে একাধারে ১৮ বছর এ পেশায় সক্রিয় ছিলেন। পেশাগত জীবনে দৈনিক মানবজমিন, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তরে সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। যুগান্তরের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের একপর্যায়ে আলোকিত বাংলাদেশের প্রধান প্রতিবেদন হিসেবে যোগ দেন তিনি। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদকের দায়িত্বে ছিলেন।
হোসাইন জাকির পেশাগত জীবনে সেরা প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি পুরস্কার ২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০০৯ সালে এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার পেয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।
মৃত্যুকালে হোসাইন জাকির স্ত্রী ফরিদা ইয়াসমিন, কন্যা নিলয় (১৪), ছেলে আকাশ (১১) ও দেড় বছরের স্বপ্নসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫