ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে মোখলেছের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
না’গঞ্জে মোখলেছের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলা ‘বঙ্গবন্ধু সৈনিকলীগ’ সভাপতি মোখলেছুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে ফতুল্লার বৃহত্তর মাসদাইর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল।

এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রধানের সভাপতিত্বে মানববন্ধনে আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে বক্তব্য রাখেন- এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামালউদ্দীন, থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি তোলারাম কলেজ ছাত্র লীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, ফতুল্লা থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান, মাসদাইর পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক কাদির প্রধান, যুগ্ম সম্পাদক জামালউদ্দীন প্রধান, থানা যুবলীগ নেতা জাকারিয়া জাকির প্রমুখ।

গত ১৯ জানুয়ারি মাসদাইর এলাকার নিজ বাসা থেকে রাত তিনটায় মোখলেছুরকে ডেকে নিয়ে যায়  ঝুট সন্ত্রাসী জামাল ও জসিম। এরপর থেকে মোখলেছ নিখোঁজ থাকেন। নিখোঁজের ৬ দিন পর ২৪ জানুয়ারি ফতুল্লার একটি ডোবা থেকে মোখলেছের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মোখলেছের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময় : ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারী ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।