রাজশাহী: হঠাৎ করেই থেমে গেছে পরিবার ও সহকর্মীদের সঙ্গে সদা প্রাণোচ্ছ্বল থাকা মারুফের হাসি-আনন্দ-আড্ডা। নেই একমাত্র মেয়ের সঙ্গে খুনসুটি।
দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে রাজশাহীর মারুফ জামিলের। বর্তমানে তিনি দেশে চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুরের চিকিৎসকের অধীনে থেকে।
মারুফ জামিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানিতে কর্মরত। রাজশাহী সদরের সিপাইপাড়ার অ্যাডভোকেট মোহম্মদ আলীর সন্তান তিনি। চাকরির সুবাদে স্ত্রী ও ছয় বছরের শিশু কন্যাকে নিয়ে ঢাকায় বসবাস করেন।
মারুফ প্রায় এক বছর ধরে কিডনিজনিত রোগে ভুগছেন। এদিকে এক বছর ধরে চিকিৎসার খরচ চালাতে গিয়ে তার পরিবার এখন নিঃস্ব প্রায়।
সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শে তাকে সপ্তাহে তিনদিন ডায়ালায়সিস করতে হবে। যার ব্যয় প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকা। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসেছেন। কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শেই তার চিকিৎসা চলছে। নতুন কিডনি সংযোজনে আবারও সিঙ্গাপুরে যেতে হবে। এই মুহূর্তে তার ৫০ লাখেরও বেশি টাকার প্রয়োজন। কিন্তু চিকিৎসার খরচ যোগাড় করতে গিয়ে মারুফ জামিল অসহায় হয়ে পড়েছেন।
মারুফ জানান, কিডনি নষ্ট হওয়ার পরে তার চিকিৎসার ব্যয় মেটাতে সঞ্চিত সম্পদের সবই শেষ হয়ে গেছে। কিডনি পরিবর্তন করতে হলে এখন ৫০ লাখেরও বেশি টাকার প্রয়োজন। কিন্তু তার পক্ষে আর কোনোভাবেই এ ব্যয় বহন করা সম্ভব নয়।
তাই সমাজের বিত্তবান ও হৃদয়বানদের কাছ থেকে আর্থিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন মারুফ ও পরিবারের সদস্যরা।
সহযোগিতার ঠিকানা: মারুফ জামিল, সঞ্চয়ী হিসাব নম্বর: ০১১৯১২১০০০৩২৩১৩, মার্কেটাইল ব্যাংক, মতিঝিল শাখা, ঢাকা। এছাড়া প্রয়োজনে ০১১৯৭০০০৬৫৬ ও ০১৭৫৬৭১১১৮৪ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫