মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে সন্ত্রাসী মোহাম্মদ শাহীন (৪২) নিহত হওয়ার পর বিদেশি পিস্তল ও ছিনতাই হওয়া রাইফেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বন্দুকযুদ্ধের পর পুলিশ বাঘড়া এলাকার রুদ্রপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিহত সন্ত্রাসী শাহীনের কাছে থাকা বিদেশি পিস্তল ও পুলিশের কাছে থেকে ছিনতাই করা রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে শীর্ষ সন্ত্রাসী শাহীন নিহত হন। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল আল-আমিনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় গ্রামবাসী জানান, বাঘড়া এলাকার তাজেল গ্রুপের সন্ত্রাসী বাহিনীর কাছে আটক থাকা ২টি মোটরসাইকেল উদ্ধার করে বাঘড়া ক্যাম্পে যাচ্ছিল পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালিয়ে গুলিবিদ্ধ আলআমিনের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫