ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে শিশু অপহৃত, মুক্তিপণ দাবি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
রূপগঞ্জে শিশু অপহৃত, মুক্তিপণ দাবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাদমান আপন (৫) নামে এক শিশুকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিরাব এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

পরে, অপহরণকারীরা পরিবারের লোকজনের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
 
এ ঘটনায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শিশুটির বাবা জাহিদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

জাহিদুল ইসলাম মামলায় উল্লেখ করেন, শনিবার দুপুরে সাদমানকে নিজ এলাকা বিরাব থেকে অপহরণ করে নিয়ে অপহরণকারীরা। এর পর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
 
জমি-জমা বিক্রির আর্থিক লেনদেন নিয়ে একই এলাকার আবু নাসের ও আবুল বাশারের সঙ্গে তাদের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।
 
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।
 
ওসি আরো জানান, চনপাড়া পুণর্বাসন কেন্দ্রের লিটন মিয়া নামে আরেক ব্যক্তি অভিযোগ করেছেন, তার মেয়ে এসএসসি পরিক্ষার্থীকে (১৫) অপহরণ করা হয়েছে।  
 
ওই মেয়ে একই এলাকার সাইফুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। তাদের দু’জনকেই আটকের চেষ্টা চলছে। তবে, এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি বলে জানান ওসি।  
 
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।