ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় অ্যাম্বুলেন্সের চাপায় মাইনুল হক (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইনুল হক ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ার বাসিন্দা মৃত জহিরুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শহরের দিকে ঢোকার মুখে অ্যাম্বুলেন্সটি পথচারী মাইনুলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ বাংলানিউজকে জানান, মাথা ও চোখে মারাত্মক আঘাত পাওয়ায় মাইনুলের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, অ্যাম্বুলেন্স ও এর চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রয়ারি ২৪, ২০১৫