ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডিসিসি নির্বাচন

মাঠ প্রস্তুতে সময় লাগবে দুই সপ্তাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
মাঠ প্রস্তুতে সময় লাগবে দুই সপ্তাহ

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের নির্বাচনে মাঠ পর্যায়ের প্রস্তুতির জন্য আরো দুই সপ্তাহ সময় লাগবে।
 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।



সিরাজুল ইসলাম বলেন, আমাদের আনুষঙ্গিক প্রস্তুতি রয়েছে। কিন্তু ভোটার এলাকা বিন্যাস করে ভোটার তালিকা সিডি (কমপ্যাক্ট ডিস্ক) প্রস্তুত বা মাঠ পর্যায়ের প্রস্তুতির জন্য আরো দুই সপ্তাহ সময় লাগবে।
 
তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রস্তুতির পর নির্বাচন কমিশনের কাছে তা উপস্থাপন করা হবে। তখন কমিশন সিদ্ধান্ত নেবে কখন তফসিল ঘোষণা করা হবে। সে সময় তারা নির্বাচনের সময়ও নির্ধারণ করবে।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ করতে আরো ১৫ দিন সময় লাগবে। তারপর রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই নির্বাচনের সিদ্ধান্ত নেবে কমিশন।
 
সিরাজুল ইসলাম বলেন, ডিসিসি দক্ষিণের সীমানা নিয়ে আইনি জটিলতা ছিলো। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সীমানা নির্ধারণ করে গেজেট পাঠাতে বলেছিলাম। তারা সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার পর গেজেট পাঠিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে। আমরা সেভাবেই প্রস্তুতি শুরু করেছি।

বাংলাদেশ সময়: ১৬৪২ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।