ঢাকা: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র ফটো সাংবাদিক মীর মহিউদ্দিন সোহানের জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
সোহান মঙ্গলবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
মীর মহিউদ্দিন সোহান ১৯৫৭ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। সাপ্তাহিক মেঘনায় ১৯৮৫ সালে তিনি কর্মজীবন শুরু করেন। সাংবাদিকতায় উল্লেখ্যযোগ্য অবদান রাখার স্বীকৃকি হিসেবে তিনি পেয়েছেন ইউনেস্কো পুরস্কার, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রূপসী বাংলা পুরস্কার, জাহানারা মেমোরিয়াল ওয়েলফেয়ার পুরস্কার।
এছাড়াও তিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রবীন্দ্র সঙ্গীত শিল্পী।
তার এ অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবু ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫