ধুনট(বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ধুনট উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করা হয়।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- মুঞ্জুয়ারা খাতুন, খন্দকার শাহানা বেগম ও রনজিৎ কুমার সাহা।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিন্নাত আরা এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ৯নং ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সদস্য আবু ওহাব সরকার গত বছরের ২৯ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
এ কারণে ১৪ ডিসেম্বর ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়। ১৯ মার্চ ভোট গ্রহণের মাধ্যমে একজন সাধারণ সদস্য নির্বাচিত হবে। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১১৪ জন।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫