ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

১৩শ’ বোতল ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
১৩শ’ বোতল ফেনসিডিলসহ আটক ২ ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালনা ফেরিঘাট থেকে তাদের আটক করা হয়।

এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ।
 
আটকরা হলেন- হামিদ মীর (২০) ও রফিক (২৭)। তারা নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, পিকআপ ভ্যানে ধানের তুষের বস্তার নিচে করেবিপুল পরিমাণ ফেনসিডিল যশোর থেকে নোয়াখালীতে নিয়ে যাওয়া হচ্ছে -এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কালনা ফেরিঘাট এলাকায় অভিযান চালায়।
 
এ সময় ১ হাজার ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করে পুলিশ।   তবে, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মার্শাল নামে এক যুবক পালিয়ে যায়।
 
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।