রাজশাহী: রাজশাহীর তানোরে চোরাই পথে আসা ৪শ’ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাদারীপুর বাজারে সার আটকের ঘটনা ঘটে।
এ সময় বিনা লাইসেন্সে সার ব্যবসা করার কারণে মাদারীপুর বাজারের রহমানিয়া ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনীরুজ্জামান ভূঁঞা জানান, মাদারীপুর বাজারের সার ব্যবসায়ী রহমানিয়া ট্রেডার্সের মালিক আবদুর রহিম দীর্ঘদিন থেকে অবৈধভাবে সারের ব্যবসা করে আসছেন।
মঙ্গলবার দুপুরে বগুড়ার শান্তাহার থেকে ছেড়ে আসা একটি (খুলনা মেট্রো-ট-১১-১০৬১) ট্রাক ইউরিয়া সার নিয়ে মাদারীপুর বাজারে এসে পৌঁছায়। এরপর ট্রাকের চালক রহমানিয়া ট্রেডার্সের মালিক আবদুর রহিমকে খোঁজ করেন। এ সময় স্থানীয় জনতা সার কোথায় থেকে এসেছে জানতে চাইলে ট্রাক চালক কোনো উত্তর দিতে রাজি হন নি।
এক পর্যায়ে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানালে ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ সার আটক ও বিনা লাইসেন্সে সার ব্যবসার করায় রহমানিয়া ট্রেডার্স সিলগালা করে দেওয়া হয়।
পুলিশ ট্রাকটি থানায় নিয়ে যায়। আটক ৪শ’ বস্তা সার শান্তাহার বাফারের বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনীরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫