ঢাকা: শুরু হয়েছে ডয়চে ভেলের ‘দ্য বব্স– বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ অ্যাওয়ার্ডের মনোনয়ন গ্রহণ। আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি সম্পন্ন এই অ্যাওয়ার্ডের মূল ফোকাস ‘মত প্রকাশের স্বাধীনতা’।
গত ১১ বছর ধরে ডয়চে ভেলে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সাহসী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্যতিক্রমী বিভিন্ন প্রকল্পকে পুরস্কার দিয়ে আসছে। চলতি বছর সামাজিক পরিবর্তন, গোপনীয়তা ও তথ্য সুরক্ষা এবং শিল্প ও সংবাদমাধ্যম বিভাগে জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া ভাষাভিত্তিক বিভাগে থাকছে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’৷
প্রতিযোগিতায় অংশ নিতে মনোনয়ন জমা দেওয়া যাবে: http://thebobs.com/bengali/ ঠিকানায়। মনোনয়ন চলবে ১৩ মার্চ পর্যন্ত।
ডয়চে ভেলের মহাপরিচালক পেটাল লিমবুর্গ বলেছেন, ‘আমাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ডয়চে ভেলের মূল ইস্যুগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার। এ বছর তিনটি মিশ্র বিভাগের ওপর গুরুত্ব দেওয়ার ফলে ‘গ্লোবাল অনলাইন কমিউনিটি’র বাইরেও বব্স-এর একটি দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। ’
উল্লেখ্য, গত তিন বছর টানা তিন বাংলা প্রতিযোগী ‘জুরি অ্যাওয়ার্ড’ জয় করে। শিক্ষক ডটকম গত বছর দ্য বব্স-এর একটি বিভাগে অ্যাওয়ার্ড জয় করে। চলতি বছর ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ২৩ জুন, জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫