ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতা প্রতিরোধে গৌরনদীতে বিজিবির সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
নাশকতা প্রতিরোধে গৌরনদীতে বিজিবির সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: চলমান অবরোধ ও হরতালে নাশকতা প্রতিরোধে জেলার গৌরনদীর সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



সংবাদ সম্মেলনে বিজিবি’র গৌরনদী ক্যাম্পের অধিনায়ক মেজর ফজলুল করিম বলেন, গত ১০ ফেব্রুয়ারি থেকে তারা সরকারি গৌরনদী কলেজে ক্যাম্প স্থাপন করেন। ওইদিন থেকেই থানা পুলিশ, র‌্যাব ও ডিজিএফআই’র সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে নাশকতা প্রতিরোধে অভিযান চালিয়ে গৌরনদী থেকে পাঁচজন ও উজিরপুর থেকে ৩ সন্ত্রাসীকে আটক করেন তারা।

এছাড়াও গৌরনদী ও উজিরপুর উপজেলার ডেঞ্জার পয়েন্ট চিহ্নিত করে বিজিবির টহল বৃদ্ধির কারণে আজ পর্যন্ত এ অঞ্চলে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটেনি।

সংবাদ সম্মেলনে মেজর ফজলুল করিম চলমান হরতাল ও অবরোধে নাশকতা প্রতিরোধে গৌরনদীর কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, মো. আসাদুজ্জামান রিপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।