সিলেট: জামিন পেয়েও বের হতে পারলেন না নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ারসহ পাঁচ নেতা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কারাগার থেকে বেরোনোর কথা থাকলেও ২৯৪/১৪ মামলায় জামিন না হওয়ায় মুক্তি পাননি তারা।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কামাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা শুনানি শেষে ডা. শাহরিয়ারসহ পাঁচজনের জামিন মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫