ঢাকা: জাতীয় পরিচয়পত্রের (ন্যাশনাল আইডি কার্ড) ভুল সংশোধন অনলাইনেই করার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হবে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বেশ কয়েক মাস ধরে অনলাইনে এ কাজটি শুরু করার প্রক্রিয়া হাতে নিলেও টেকনিক্যাল জটিলতায় তা শুরু করতে পারেনি কমিশন। সব জটিলতা শেষে বুধবার থেকেই এ সুযোগ দিতে চায় ইসি।
সূত্র জানায়, আগামী দুই মাস প্রাথমিকভাবে এ সুযোগটি রাখা হবে। এতে নাগরিকরা স্মার্ট কার্ড পাওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য সংশোধন কর নিতে পারবেন।
এ প্রক্রিয়াটি অনলাইনে শুরু করতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, ইসি সচিব সিরাজুল ইসলাম ও জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ এক বৈঠকে মিলিত হয়েছিলেন।
বৈঠকে এনআইডি মহাপরিচালক বিভিন্ন সফটওয়্যার প্রস্তুতের বিষয়টি অবহিত করলে সিইসি বুধবার তা উন্মুক্ত করার নির্দেশ দেন।
ইসি সচিব সিরাজুল ইসলাম এ বিষয়ে বাংলানিউজকে বলেছেন, বুধবার আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে এ প্রক্রিয়াটি জানানো হবে।
জানা গেছে, অনলাইনে ন্যাশনাল আইডি কার্ডধারীরা নামের বানান, ঠিকানা, স্বাক্ষর, ছবিসহ প্রয়োজনীয় সকল তথ্য সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে অনলাইনে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন ফরম পূরণ করে প্রমাণাদিসহ তা সংশ্লিষ্ট থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫