নরসিংদী: বিয়ের মাত্র এক সপ্তাহ পর স্বামীর হাতে খুন হয়েছেন রত্না আক্তার (২২) নামে এক নববধূ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ইউনুছ মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহরের বাসাইল এলাকার জয়নাল মিয়ার ভাড়াবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, কয়েকদিন ধরে ইউনুছ আর রত্নার মধ্যে ঝগড়া চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে রত্নাকে খুন করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুছ জানান, তার অবাধ্য হয়ে চলাফেরা ও কথা না শোনায় তার স্ত্রীকে গলাটিপে হত্যা করেন তিনি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫