ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ড্রেজার-বলগেটসহ ৩ শ্রমিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
মেঘনায় ড্রেজার-বলগেটসহ ৩ শ্রমিক আটক

ভোলা: ভোলার মেঘনার গাজীপুর চর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও একটি বলগেট জব্দ করা হয়েছে। এ সময় তিন শ্রমিককে আটক কর‍া হয়।



মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল এ অভিযান চালায়।

পরে আটক শ্রমিক সাহেদ আলী, আব্দুল নয়ন ও খোকনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. মো. খালিদ বাংলানিউজকে জানান, দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে তারা মেঘনায় অভিযানে নামে।

এ সময় মেঘনার গাজীপুর চর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ও একটি বলগেটসহ তিন শ্রমিককে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে শ্রমিকদের জরিমানা ও ড্রেজার-বলগেট ভোলা সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, মেঘনায় অবৈধ উপায়ে বালু উত্তোলন বন্ধে গত কয়েকদিন থেকেই নিয়মিত অভিযান চলছে। এ পর্যন্ত কমপক্ষে অন্তত ১০টি ড্রেজার মেশিন জব্দ ও ১৩ শ্রমিককে জেল-জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।