জাতীয় সংসদ ভবন থেকে: চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হত্যা, জ্বালাও-পোড়াও প্রসঙ্গে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী।
তিনি বলেন, পেট্রোল বোমা মেরে এতো মানুষ মারা হচ্ছে কিন্তু মানবাধিকার সংগঠনগুলো কোনো কথা বলছে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁরিয়ে তিনি এ কথা বলেন।
রুস্তম আলী ফরাজী বলেন, অব্যাহতভাবে পেট্রোল বোমায় জ্বালাও-পোড়াও হচ্ছে। দেড় শতাধিক মানবাধিকার সংগঠন রয়েছে, আন্তর্জতিকভাবে মানবাধিকার কমিশনও রয়েছে। কিন্তু কোনো মানবাধিকার সংগঠন বা কমিশন কথা বলছে না। তারা মুখ বন্ধ করে আছে। তারা এখন বলছে না মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে বিশ্ব বিবেক জাগ্রত হওয়া দরকার। যে যে দলই করি না কেন এই হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও এর বিরুদ্ধে কথা বলতে হবে।
তিনি আরও বলেন, এনজিওদের যেমন জবাদিহিতা নেই। মানবাধিবার সংরগঠনগুলোরও তাই। শুধু বিদেশ থেকে টাকা আনাই এদের কাজ। আজ তাদের দায়িত্ব হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও এর বিরুদ্ধে কথা বলা। কয়টি মানবাধিকার সংগঠন সত্যিকারের দায়িত্ব পালন করেছে। এসব সংগঠনের জবাবদিহিতার জায়গা কোথায়? তদন্ত হওয়া দরকার তাদের আসলে জবাবদিহিতা আছে কি না।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫