ঢাকা: ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন একদিনেই সম্পন্ন করার ইঙ্গিত দিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো বড় নির্বাচন আমরা একদিনে সম্পন্ন করি।
আগামী জুন মাসে চসিক নির্বাচন করার পূর্ব পরিকল্পনা ছিলো নির্বাচন কমিশনের। কিন্তু সোমবার (২৩ ফেব্রুয়ারি) ডিসিসির সীমানা নির্ধারণের গেজেট পাঠিয়ে ইসিকে নির্বাচনের প্রস্তুতির জন্য সরকার অনুরোধ জানালে এ দুই সিটি নির্বাচনে ভিন্ন মাত্রা দাড়ায়।
চসিক এবং ডিসিসি নির্বাচন কাছাকাছি সময়ে সম্পন্ন করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, সারাদেশে আমরা নির্বাচন করি একদিনে। বড় নির্বাচন করতে আমরা অভ্যস্ত। যদি একদিনেই দুই (ঢাকা ও চট্টগ্রাম) সিটি করপোরেশনের নির্বাচনও হয়, আমরা তার জন্যেও প্রস্তুত আছি। অতীতে চার সিটি করপোরেশন নির্বাচন একদিনেই সম্পন্ন করেছি আমরা।
২০১৩ সালের মাঝামাঝি সিলেট, বরিশাল, খুলনা ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন একই দিনে সম্পন্ন করেছিলো নির্বাচন কমিশন।
এদিকে একজন নির্বাচন কমিশনারও এমন ইঙ্গিত দিয়ে বাংলানিউজকে বলেছেন, কমিশন বৈঠকে ডিসিসি ও চসিক নির্বাচন একদিনেই সম্পন্ন করার বিষয়টি উত্থাপন করা হবে। কেননা, একদিনে নির্বাচন করলে আইন-শৃঙ্খলা পরিস্খিতি নিয়ন্ত্রণ করা সহজ হয়। এছাড়া একই ধরণের নির্বাচন হওয়ায় আলাদাভাবে নির্বাচন করলে একই কাজ দু’বার করতে হয়।
ইসি কর্মকর্তাও বলছেন এক সঙ্গে দুই নির্বাচন হলে কর্মযজ্ঞ একবারেই শেষ হয়ে যাবে। এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণও সহজ হবে।
সর্বশেষ ২০০২ সালে ডিসিসি নির্বাচন ও ২০১০ এ চসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫