খুলনা: খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধা ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ভবনের তৃতীয় তলার রক্ষণাবেক্ষণ শাখায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে কেডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী সাবিরুল আলমকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস খুলনা সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মাসুদ সরদার বিকেল ৬টার দিকে বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে জানালার কাঁচ, টেবিল ও হিটার পুড়ে গেছে। তবে কোনো মূল্যবান কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। প্রাথমিক ধারনায় মাত্র দুই হাজার টাকা ক্ষতি ধরা হয়েছে।
কেডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী সাবিরুল আলম জানান, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
** খুলনায় কেডিএ ভবনে আগুন