চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা ও দেবিদার উপজেলার সীমান্তবর্তী গ্রাম সুরপুরে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে চারটি তাজা ককটেল ও রক্তের ব্যাগভর্তি দুই ব্যাগ পেট্রোল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুরপুর বাসস্ট্যান্ড এলাকায় পড়ে থাকা রেক্সিনের ব্যাগে ককটেলগুলো পাওয়া যায়।
রাসেল নামে এক প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শিশুরা ওই এলাকায় খেলতে গিয়ে ব্যাগটি পড়ে থাকতে দেখে। পরে তারা ব্যাগ খুলে ককটেল দেখতে পেয়ে স্থানীয়দের জানায়।
পরে পুলিশকে খবর দিলে চান্দিনা থানা পুলিশ এসে সেগুলো নিয়ে যায়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাটি দেবিদার থানায় হওয়ায় দেবিদার থানাকে বিষয়টি জানানো হয়েছে।
তবে দেবিদার থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া কুমিল্লা থেকে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রয়ারি ২৪, ২০১৫