কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের নয়াবাজার এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুর রবের স্ত্রী জেসমিন (৪০)ও মেয়ে ডলি (১২), দেবিপুর গ্রামের রিপন মিয়ার স্ত্রী রোজিনা (৩২) ও মেয়ে সুমাইয়া (৭), নারায়ণপুর গ্রামের মফিজ মিয়ার স্ত্রী কুলসুম (৩৫), আমানগণ্ডা এলাকার কোব্বাত মিয়ার ছেলে অটোরিকশা চালক ফিরোজ মিয়া (৩৭), নারায়ণপুর গ্রামের ইদু মিয়া (৪০) ও একই এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের নয়াবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হন।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পথে আহত দুলাল মিয়ার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট নাজিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫