রংপুর: রংপুরে বাসে চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রংপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা অপারেটর নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহনের একটি বাস হাজিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।
তবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। দুর্ঘটানার পর ওই সড়কে যানবাহন কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫