ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় সংসদে আলোচনা

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় সংসদে আলোচনা

জাতীয় সংসদ ভবন থেকে: সম্প্রতি পাটুরিয়াঘাটের কাছে পদ্মায় ‘এম ভি মোস্তফা’ নামে লঞ্চ ডুবির ঘটনা নিয়ে সংসদে আলোচান তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। তিনি বলেন, আইনি শিথিলতার কারণে একের পর এক লঞ্চ ডুবির ঘটনা ঘটছে।

অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন। যারা ধরা পরছে তারাও আইনি শিথিলতার কারণে সহজেই জামিন পেয়ে যাচ্ছেন।
 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
 
তাহজীব আলম সিদ্দিকী বলেন, ৬ মাস পূর্বে পিনাক-৬ ডুবির  ঘটনায় শতাধিক মানুষ মারা গেল। তারও তিন মাস পূর্বে মেঘনায় লঞ্চডুবিতে মারা গেছে শতাধিক মানুষ। এভাবে গত ২০ বছরে ৬৫৮টি লঞ্চডুবির ঘটনায় মারা গেছে প্রায় সাড়ে ৫ হাজার নিরীহ মানুষ। এসব লঞ্চডুবির ঘটনায় বরাবরই চালকদের দায়িত্বহীনতা লক্ষ্য করা গেছে। কখনো মালিক কখনো বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অবহেলায় এসব দুর্ঘটনা ঘটে।
 
তিনি বলেন, দুর্ঘটনার পর পরই তদন্ত কমিটি গঠন করা হয়। এবারও তাই করা হয়েছে। এসব কমিটির ফল কখনই জানা যায় না। এসব দুর্ঘটনা প্রতিরোধে আইনি শিথিলতা রয়েছে। মাত্র কয়েক হাজার টাকা জরিমানা দিয়েই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। অনেকে আবার সামান্য জরিমানাও দেন না। বিশেষ কায়েমি স্বার্থকে উৎসাহিত করার জন্যেই কি এই আইন। নাকি আইন বিশেষ  কায়েমী স্বার্থের কাছে জিম্মি?
 
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।