জাতীয় সংসদ ভবন থেকে: মাহমুদুর রহমান মান্নার গ্রেফতার নিয়ে তার পরিবার নাটক করছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বগুড়া-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান।
তিনি বলেন, যেখানে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মান্নাকে গ্রেফতার বা আটক করা হয়নি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আবার তাকে সরিয়ে রেখে সরকারকে বেকায়দায় ফেলার কোনো ষড়যন্ত্র করা হচ্ছে কি না সেটাও খতিয়ে দেখতে হবে।
মান্নান বলেন, মান্নাকে গ্রেফতার করার জন্য তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে অপকর্ম রয়েছে। যদি আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে। মান্নাকে রাষ্ট্রদ্রোহী মামলা এবং সরকার উৎখাতের মামলায় গ্রেফতার করা যেতে পারে।
মাহমুদুর রহমান মান্নার অতীত কর্ম নিয়ে তিনি বলেন, তিনি (মান্না) চট্টগ্রাম থেকে ঢাকায় এসে জাসদ থেকে ডাকসু’র ভিপি নির্বাচিত হন। এরপর জাসদ ভেঙে বাসদ হওয়ায় তিনি বাসদে চলে যান। এরপর বাসদ ভেঙে দুই ভাগ হলে তিনি তার এক অংশে যান। সেখানে এক অংশের নেতা হন। এরপর মির্জা সুলতান রাজার জনতার মুক্তি পার্টিতে যোগ দেন। সেখান থেকে আওয়ামী লীগে আসেন। প্রথমে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এরপর সাংগঠনিক সদস্য হন। এরপর তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন কি না, বা আওয়ামী লীগ থেকে নিজে সরে গেছেন কি না তাও জানাননি।
জামায়াতের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি বলে অভিযোগ করে আব্দুল মান্নান। তিনি বলেন, খালেদা জিয়া জামায়াতের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে নির্বাচনে অংশ নেননি। এখন মানবের বিরুদ্ধে দানবের লড়াই চলছে। ইতিহাস বলে পৃথিবীতে যুগে যুগে মানবের কাছে দানবের পরজয় হয়েছে। বাংলাদেশেও তাই হবে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫