ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ওসমানী হাসপাতালে ৩২ রোগীর মৃত্যু

সুনির্দিষ্ট অভিযোগ নেই তদন্ত প্রতিবেদনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
সুনির্দিষ্ট অভিযোগ নেই তদন্ত প্রতিবেদনে

সিলেট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শিশুসহ ৩২ রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। তবে প্রতিবেদনে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে সরাসরি কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়নি।



মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুস সবুর মিঞা বাংলানিউজকে এ তথ্য জানান।

আব্দুস সবুর জানান, ১৮ ফেব্রুয়ারি তদন্ত কমিটি ওই প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দেয়। এরই মধ্যে প্রতিবেদনটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। তবে প্রতিবেদনে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে সরাসরি কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়নি।

হাসপাতালের পরিচালক জানান, প্রতিবেদনে জনবল সংকট, হাসপাতালের স্থান বাড়ানো, শিশু ইউনিটে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) স্থাপন, রোগীদের সঙ্গে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের কর্তব্যে অবহেলা, অব্যবস্থাপনা, রোগীদের স্থান সঙ্কুলান না হওয়া, জনবল সংকটসহ বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে।

আর এসব কারণেই একসঙ্গে ১০ শিশুসহ ৩২ রোগীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

গত ৯ ফেব্রুয়ারি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একরাতে ১০ শিশুসহ ৩২ জন রোগী মারা যান। ওই ঘটনায় প্রথমে তিন সদস্যের হাসপাতালের অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়। পরে কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ছয় সদস্য করা হয়।

দীর্ঘ ১৩ দিন পর তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর মন্ত্রণালয়ে এর অনুলিপি পাঠানো হয়েছে বলেও জানান পরিচালক।

এদিকে এ ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশারফ হোসেন ভূইয়াকে প্রধান করে আরও একটি কমিটি গঠন করা হয়। ১১ ফেব্রুয়ারি ওসমানী হাসপাতালের শিশু ওয়ার্ডসহ বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করে ওই কমিটি। ওই কমিটির সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখনও তা দাখিল করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।