ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘তৃণমূলে হত্যাকাণ্ড কমেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
‘তৃণমূলে হত্যাকাণ্ড কমেছে’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: তৃণমূলে হত্যাকাণ্ড কমলেও রাজধানী ঢাকায় বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তা কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।


 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে দেশের বর্তমান পরিস্থতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আল‍াপকালে তিনি এসব কথা জানান।
 
এর আগে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনের (Annette Dixon) সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, এখানে রাজনৈতিক কিছু নেই। সুতরাং এটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। ’
 
‘দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কোনো কথা হয়েছে কি না’ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো আলোচনা হয়নি, কথাও বলেননি। ’
 
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী আরো বলেন, ‘এই পরিস্থিতি টিকবে না তো। আমি নিশ্চিত। যে ক’দিন গেছে এটা মোমেন্ট অব টাইম। মফস্বলে হত্যাকাণ্ড কমছে, এখন তো হত্যাকাণ্ড ঢাকায় বাড়ছে। ’
 
বিএনপির কর্মসূচিকে ‘ওর্থলেস কর্মসূচি’ আখ্যা দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের একটা ওর্থলেস কর্মসূচি কোনো রাজনৈতিক দল কোনো দেশে দেয়নি। ’
 
বিশ্বব্যাংকের কাছে বাজেট সহায়তা
আগামী ২০১৫-১৬ অর্থবছরের জন্য বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা চাওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী।
 
মুহিত বলেন, ‘প্রোগ্রাম বাজেট’ কর্মসূচির আওতায় এ বাজেট সহায়তার প্রস্তাব ইতোমধ্যেই বিশ্বব্যাংকের কাছে পাঠানো হয়েছে। বিশ্বব্যাংকের কাছ থেকে এ সহায়তা পাওয়া যাবে।
 
অর্থমন্ত্রী বলেন, ‘বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প নিয়ে কথা হয়েছে। এর মধ্যে তিন-চারটির চুক্তি ইতোমধ্যে হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।