ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি যানবাহনের অপব্যবহার রোধে বিল পাস

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
সরকারি যানবাহনের অপব্যবহার রোধে বিল পাস

জাতীয় সংসদ ভবন থেকে: সরকারি যানবাহনের অপব্যবহার রোধে ‘সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) বিল ২০১৫’ সংশোধিত আকারে পাস হয়েছে সংসদে।
 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।



যদিও বিলটি জাতীয় পার্টির এম এ হান্নান, ফখরুল ইমাম, স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী, হাজী মো. সেলিম ও আবদুল মতিন বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব করেন। এর মধ্যে এম এ হান্নান, আবদুল মতিন আনীত কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

পাসকৃত বিলে বলা হয়েছে, সরকারি কর্মচারীর সরকারি যানবাহনের অপব্যবহার রোধে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রয়োজনীয় বিধি প্রণয়নের বিধান করা হয়েছে। বিধিতে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারি যানবাহন পরিদর্শন ও পরীক্ষাকরণ এবং এ বিধমালায় বর্ণিত কোনো বিধান লঙ্ঘনের ফলে সরকারি যানবাহন বরাদ্দকারী কর্তৃপক্ষ অথবা অন্য কোনো কর্তৃপক্ষ থেকে জরিমানা করার বিধান করা হয়েছে।

এ জরিমানার পরিমাণ বরাদ্দ করা গাড়ির মূল্যের অধিক হবে না। এছাড়া বিধিতে জরিমানা আদায়ের পদ্ধতি নির্ধারণ করা হয়। বিল বা এর অধীন প্রণীত বিধামালার লঙ্ঘনে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর জন্য প্রযাজ্য শৃঙ্খলা সংক্রান্ত কোনো আইনের অধীন শাস্তিযোগ্য অসাদাচরণ বলে গণ্য করার বিধান করা হয়।

বিলে ইতোপূর্বে প্রণীত এ সংক্রান্ত অধ্যাদেশ রহিত করা হয়েছে। এছাড়া বিলে যানবাহন, সরকারি যানবাহন এবং সরকারি কর্মচারীর সংজ্ঞা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।