বগুড়া: বগুড়া জেলা পুলিশের চাহিদা ও সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বগুড়া জেলা পুলিশকে দেওয়া হয়েছে ওয়াটার ক্যানন বা জলকামান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) ও জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
গাজিউর রহমান বাংলানিউজকে জানান, দেশে মেট্রোপলিটন এলাকার বাইরে প্রথম কোনো জেলা শহর এই আধুনিক যন্ত্রটি পেলো। এ জলকামান দিয়ে শীতকালে ঠাণ্ডা ও গরমকালে আরও গরম পানি নিক্ষেপ করে দাঙ্গা-হাঙ্গামাকারীদের ছত্রভঙ্গ ও বিচ্ছিন্ন করা হয়।
এএসপি আরও জানান, জেলা পুলিশের চাহিদা ও বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম-এর ব্যক্তিগত যোগাযোগের কারণে অপরাধ নিয়ন্ত্রণে বগুড়ায় এ অত্যাধুনিক জলকামান দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫