ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত লঞ্চে যাত্রী উঠা-নামা(ভিডিওসহ)

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
চলন্ত লঞ্চে যাত্রী উঠা-নামা(ভিডিওসহ) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চলন্ত অবস্থায় বাসে যাত্রী উঠা-নামা নতুন কোন ঘটনা নয়। ইদানিং লঞ্চেও চলন্ত অবস্থায় যাত্রী উঠা-নামা চলছে।

এতে নামীদামি কোম্পানির লঞ্চও পিছিয়ে নেই। দিন দিন এই প্রবণতা বাড়ছে বলে অভিযোগ করেছে যাত্রীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চাঁদপুর থেকে ঢাকাগামী সোনারতরী-২ লঞ্চটি। ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে এসে মাঝ নদীতে বোগদাদীয়-৬ লঞ্চ থেকে যাত্রী তুলে নেয়। এ সময় দু’টো লঞ্চই ধীরগতিতে চলছিল। নারী-পুরুষ নির্বিশেষে এই ভয়ঙ্কর যাত্রায় যোগ হন।



লঞ্চটি মুন্সীগঞ্জে ঘাটের কাছাকাছি এলে সোনারতরী-২ এর গতি কমিয়ে দেন চালক। এই সুযোগে ইঞ্জিন চালিত একটি নৌকা ৩০ জন যাত্রী বোঝাই করে সোনারতরীতে এতে ভিড়ে যায়।

আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ওঠা-নামার প্রতিযোগিতা। যাত্রীরা সকলেই নিরাপদে ওঠা-নামা করলেও ঘটতে পারত বড় ধরনের বিপদ। পা ফঁসকে পড়ে গেলেই সোজা প্রপেলারের নিচে যাবে। নির্ঘাত মৃত্যূ জেনেও অনেকে বাধ্য হয়েই এতে শরীক হচ্ছেন।

মশিউর রহমান নামের এক যাত্রী জানান, এখানে এই লঞ্চগুলো থামে না। কিন্তু যেতে হবে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই উঠেন, আমিও উঠেছি।

সোনারতরীর টিকেট মাস্টার বেলাল হোসেন জানান, আমরা নিয়মিত যাত্রী উঠা-নামা করি। কখনই কোন দুর্ঘটনা ঘটেনি। সময় বাঁচানোর জন্য লঞ্চ থামানো হয় না। কিন্তু গতি কমানো হয়।

লঞ্চটি সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর যাওয়ার পথেও বিপদজনক ভাবে যাত্রী তোলে(ভিডিও)। সোমবার সকাল সোয়া ৭ টায় চাঁদপুরের উদ্দেশে যাত্রা করেছিলো লঞ্চটি।



বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।