ঢাকা: চলন্ত অবস্থায় বাসে যাত্রী উঠা-নামা নতুন কোন ঘটনা নয়। ইদানিং লঞ্চেও চলন্ত অবস্থায় যাত্রী উঠা-নামা চলছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চাঁদপুর থেকে ঢাকাগামী সোনারতরী-২ লঞ্চটি। ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে এসে মাঝ নদীতে বোগদাদীয়-৬ লঞ্চ থেকে যাত্রী তুলে নেয়। এ সময় দু’টো লঞ্চই ধীরগতিতে চলছিল। নারী-পুরুষ নির্বিশেষে এই ভয়ঙ্কর যাত্রায় যোগ হন।
লঞ্চটি মুন্সীগঞ্জে ঘাটের কাছাকাছি এলে সোনারতরী-২ এর গতি কমিয়ে দেন চালক। এই সুযোগে ইঞ্জিন চালিত একটি নৌকা ৩০ জন যাত্রী বোঝাই করে সোনারতরীতে এতে ভিড়ে যায়।
আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ওঠা-নামার প্রতিযোগিতা। যাত্রীরা সকলেই নিরাপদে ওঠা-নামা করলেও ঘটতে পারত বড় ধরনের বিপদ। পা ফঁসকে পড়ে গেলেই সোজা প্রপেলারের নিচে যাবে। নির্ঘাত মৃত্যূ জেনেও অনেকে বাধ্য হয়েই এতে শরীক হচ্ছেন।
মশিউর রহমান নামের এক যাত্রী জানান, এখানে এই লঞ্চগুলো থামে না। কিন্তু যেতে হবে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই উঠেন, আমিও উঠেছি।
সোনারতরীর টিকেট মাস্টার বেলাল হোসেন জানান, আমরা নিয়মিত যাত্রী উঠা-নামা করি। কখনই কোন দুর্ঘটনা ঘটেনি। সময় বাঁচানোর জন্য লঞ্চ থামানো হয় না। কিন্তু গতি কমানো হয়।
লঞ্চটি সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর যাওয়ার পথেও বিপদজনক ভাবে যাত্রী তোলে(ভিডিও)। সোমবার সকাল সোয়া ৭ টায় চাঁদপুরের উদ্দেশে যাত্রা করেছিলো লঞ্চটি।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫