ঢাকা: রাজধানীর গুলিস্তানে মোসাম্মত শাহনুর বেগম (৪০) নামে এক গৃহিণীর কান ছিঁড়ে কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলিস্তানের ডেমরা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহতাবস্থায় শাহনুরের বড়বোন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
শাহনুর বলেন, আমার বাড়ি বগুড়ার গাবতলী এলাকায়। বেশ কয়েকদিন ধরে চানখারপুলে আমার বড়বোনের বাসায় রয়েছি। সন্ধ্যায় আমরা রিকশাযোগে গুলিস্তান যাওয়ার পথে পেছন থেকে এক ছিনতাইকারী আমার কান ছিঁড়ে সোনার দুলটি নিয়ে যায়।
তার কানের দুলটির ওজন চার আনা বলে জানান তিনি।
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৯ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫