সাভার (ঢাকা): সাভার পৌর এলাকার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে দু’টি ক্লিনিককে আর্থিক জরিমানা ও একটিকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দিনব্যাপী পৌর এলাকার থানা রোড, বাজার বাসস্ট্যান্ড ও রেডিও কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের আহম্মেদ।
অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান, কাগজপত্র নবায়ণ না থাকায় সাভার জেনারেল হাসপাতালকে পাঁচ হাজার টাকা ও মনোরম ক্লিনিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়াও রেডিও কলোনি এলাকার উত্তরা মার্কেটে অবস্থিত সিনহা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
এসময় সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শেফালীকা দাস, আবাসিক মেডিকেল অফিসার মো. আমজাদুল হকসহ উপজেলার ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের আহম্মেদ বাংলানিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে দুটিকে অর্থদণ্ড, একটিকে সিলগালা ও তিনটি হাসপাতালকে সতর্ক করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫