ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রেক্ষাগৃহে অশ্লীল ছবি প্রদর্শনের দায়ে ফেনীতে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
প্রেক্ষাগৃহে অশ্লীল ছবি প্রদর্শনের দায়ে ফেনীতে আটক ৩

ফেনী: সেন্সর বোর্ডের অনুমতিবিহীন অশ্লীল ছবি প্রদর্শনের দায়ে ফেনীতে ‘কানন সিনেমা’ নামে একটি প্রেক্ষাগৃহের প্রজেক্টর জব্দসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।



আটকরা হলো- হলের মালিক সাদ্দাম চৌধুরী (৩০), কর্মচারী অলক চ্যাটার্জী (২৩) ও মোহাম্মদ রুবেল (১৮)।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অশ্লীল ছবি প্রদর্শনের অভিযোগের ভিত্তিতে ফেনীর সহকারী পুলিশ সুপার (সদর) শাহরিয়ার আলমের নেতৃত্বে পুলিশ শহরের কানন সিনেমা হলে অভিযান চালায়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম সেন্সর বোর্ডের অনুমতি বিহীন অশ্লীল ছবি প্রচার করার দায়ে সে ছবি বাজেয়াপ্ত করে ৩ জনকে আটক করে। এ সময় হলের প্রজেক্টর, কম্পিউটার ও সিডি জব্দ করে হলে তালা লাগিয়ে দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।