ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে সীমান্ত রেখা অতিক্রমে নিষেধাজ্ঞা বিষয়ক মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
পাঁচবিবিতে সীমান্ত রেখা অতিক্রমে নিষেধাজ্ঞা বিষয়ক মতবিনিময় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: বাংলাদেশ ও ভারতের সীমান্ত রেখা অতিক্রমে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিজিবির কয়া ক্যাস্প এলাকা সীমান্তের ২৮২ নং মেইন পিলারের কাছে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



এতে বক্তব্য রাখেন- বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল হ্লা হেন মং, জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার, অপস অফিসার মেজর নাসির ইমাম রুমি, উপজেলা নির্বাহী অফিসার নুর উদ্দিন আল ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফরিদ হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গরু ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিকর উপস্থিত ছিলেন।

সভায় বিজিবি কর্মকর্তারা সীমান্তে চোরাচালান ও মাদকপাচার বন্ধে সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ০৫৩৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।