ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে নিহত ইউপি সচিবের পরিবারকে অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
নোয়াখালীতে নিহত ইউপি সচিবের পরিবারকে অনুদান

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন পরিষদের প্রয়াত সচিব মাহফুজুল হক কচির পরিবারের হাতে অনুদানের চেক তুলে দিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) নোয়াখালী শাখা।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মরহুম মাহফুজুল হক কচি’র স্মরণসভায় তার পরিবারের হাতে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।



এসময় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস উপস্থিত ছিলেন।

তার পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন মাহফুজুল হক কচি’র বড় মেয়ে মোজ্জাকেরা বিনতে মাহফুজ মিশু।

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) নোয়াখালী জেলা শাখার সভাপতি ও সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউপি সচিব আ.ন.ম. সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক (উপ-সচিব) অনুপম বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলম, স্থানীয় সরকার নোয়াখালী শাখার সহকারী পরিচালক ইফফাত জাহান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন বাপসা নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ধর্মপুর ইউপি সচিব মো. সহিদুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন বাপসা কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, বাপসা’র কেন্দ্রীয় নেতা আবদুল মমিন এবং আবদুল লতিফ মোল্লা।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।