মাগুরা: মাগুরায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫০টি পূজামণ্ডপে এক লাখ ৭৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদানের টাকা হস্তান্তর করা হয়।
স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) খন্দকার আজীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবর রহমান।
এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু, স্থানীয় সাতদোহা পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবলু ঠাকুরসহ অন্যরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
টিআই