ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৫০ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
মাগুরায় ৫০ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর অনুদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাগুরা: মাগুরায় দ‍ুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫০টি পূজামণ্ডপে এক লাখ ৭৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদানের টাকা হস্তান্তর করা হয়।



স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) খন্দকার আজীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবর রহমান।

এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু, স্থানীয় সাতদোহা পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবলু ঠাকুরসহ অন্যরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।