ঢাকা: দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে ঢাকা মহানগরের রূপনগর শিল্প এলাকার ৫টি ওয়াশিং কারখানার মালিক/প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরে পরিচালক (মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট) এ.কে.এম. মিজানুর রহমানের উপস্থিতিতে শুনানি শেষে এই জরিমানা করা হয়।
ওই চার কারখানা কর্তৃপক্ষকে তলব করে প্রথমে শুনানি হয়। এ সময় পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি সাধনের জন্য ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আক্টোবর ২১, ২০১৫
আইএ