ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, কালশী সড়ক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, কালশী সড়ক বন্ধ

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কালশী সড়কে বাসের ধাক্কায় ১৮ বছর বয়সী এক নারীর মৃত্যুতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

এরপর সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। এরপরই এলাকাবাসী ক্ষোভে রাস্তায় নেমে পড়েলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।

ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কুদরত-ই-খুদা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (বুধবার) দুপুরের পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুরো কালশী রোড অবরোধ করে রেখেছে। তাদের দাবি এই রাস্তায় স্পিডব্রেকার নির্মাণ করতে হবে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।

এদিকে মারা যাওয়া তরুণীর পরিচয় এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আক্টোবর ২১, ২০১৫
এনএইচএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।