ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কালশী সড়কে বাসের ধাক্কায় ১৮ বছর বয়সী এক নারীর মৃত্যুতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কুদরত-ই-খুদা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (বুধবার) দুপুরের পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুরো কালশী রোড অবরোধ করে রেখেছে। তাদের দাবি এই রাস্তায় স্পিডব্রেকার নির্মাণ করতে হবে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।
এদিকে মারা যাওয়া তরুণীর পরিচয় এখনও জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আক্টোবর ২১, ২০১৫
এনএইচএফ/আইএ