টাঙ্গাইল: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার ছয়জন প্রার্থীর মধ্যে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
বুধবার (২১ অক্টেবার) বিকেলে জেলা রির্টানিং অফিসার আলিমুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী ও একই দলের কালিহাতী উপজেলা সভাপতি হাসমত আলী।
জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, ১৪ দলের দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে উপ-নির্বাচনের দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পাটি (জেপি) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, এসএম মানিক ও কালিহাতী উপজেলা সভাপতি মো. আতোয়ার রহমান প্রমুখ।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজন প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, এনডিপির আতাউর রহমান খান ও ইউনাইটেড পিপলস পার্টির ইমরুল কায়েস।
এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়পত্র ঋণ খেলাপীর দায়ে বাতিল হলে তিনি আইনি প্রক্রিয়া অনুসরণ করে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আদেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএ