ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

‘এইডস আক্রান্তদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
‘এইডস আক্রান্তদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: এইডস আক্রান্তদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার কথা বলেছেন রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা এইচআইভি/এইডস প্রতিরোধ টাস্কফোর্স কমিটির অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

দ্য গ্লোবাল ফান্ড ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ঢাকা আহসানিয়া মিশন এবং উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’ এ সভার আয়োজনে করে।

মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, মরণব্যাধি এইডস শুধু স্বাস্থ্য সমস্যা নয়, এটি একটি সামাজিক সমস্যাও। তাই এই সমস্যাকে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতরের সমস্যা হিসেবে না দেখে সামগ্রিকভাবে দেখতে হবে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির মধ্যে প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে প্রতি এক হাজার মানুষে চিকিৎসকের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৩৫৬ জন। সুতরাং এইচআইভি/এইডস থেকে মানুষকে বাঁচাতে হলে সরকারি-বেসরকারি পর্যায়ে সবাইকে সমন্বিত কার্যক্রম পরিচালনা করতে হবে। এ পর্যন্ত ১৫টি জেলায় এক হাজার নারী যৌনকর্মীর দেহে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। বাকী ৫১ জেলায় আরও তিনশ জনকে পাওয়া গেছে। তবে ভাইরাস না মিললেও রাজশাহীতে এ পর্যন্ত ৫৯৮ জন নারী যৌনকর্মীকে এ বিষয়ে সচেতন করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

রাজশাহী জেলা এইচআইভি/এইডস প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডেপুটি সিভিল সার্জন ডা. ফারহানা হকের সভাপতিত্বে এই অ্যাডভোকেসি সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আনজুমান আরা বেগম।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।