গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বয়রা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, বয়রা গ্রামের মৃত খালেক খানের ছেলে দোলন খান (৩০), শাহজাহান খানের ছেলে রাকিব খান (২৫) ও রবিন খান (২৮), শাহজাহান খানের স্ত্রী সুফিয়া খাতুন (৪৫), হেলালের স্ত্রী রিমা (৪৫), মান্নান খানের স্ত্রী মনোয়ারা (৪৫) ও লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫)। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান, বয়রা গ্রামের শাহজাহান খানের ছেলে রাকিব খানের ছাগল একই গ্রামের হেলাল খানের ক্ষেতের মাশকালাই গাছ খেয়ে ফেলে। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটির একটা পর্যায়ে রাকিব খানের স্বজনরা দা-ছুরি নিয়ে হেলালকে গুরুতর আহত করে। খবর পেয়ে হেলালের লোকজন ঘটনাস্থলে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়পক্ষের ছয়জন আহত হন।
আহতরা সুস্থ হয়ে ফিরলে স্থানীয়ভাবে তাদের মধ্যে মীমাংসা করা হবে বলে জানান রফিকুল ইসলাম মণ্ডল।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কাওরাইদে সংঘর্ষের কোনো খবর পাইনি। তবে আমি খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএইচ