সিলেট: সিলেট নগরীর সোনারপাড়া সস্তাবাজার ফ্যামেলি শপের স্বত্ত্বাধিকারী তাজুল ইসলাম (৩৩) নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনগত রাত ১২টায় দোকান থেকে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এদিন দুপুরে মহানগরীর শাহপরান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাজুল ইসলামের ছোট ভাই নোমান মাহমুদ।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, তাজুল ইসলামের সন্ধান পেতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ।
তবে নিখোঁজের কারণ সম্পর্কে বিস্তারিত কোনো কিছু বলতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এনইউ/এএ