শেরপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দুর্নীতির অভিযোগের নামে পদ্মাসেতু নির্মাণে একদিন যে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই বিশ্বব্যাংকই বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এখন সরকারের সফলতায় নতজানু হয়ে পদ্মাসেতু নির্মাণে সহায়তার প্রস্তাব দিচ্ছে।
কিন্তু বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা জাতিকে খাটো করে সেই প্রস্তাবে এখন কোনোভাবেই সাড়া দিতে পারেন না। নিজস্ব সম্পদ ও দক্ষ জনবলকে কাজে লাগিয়েই পদ্মাসেতুর কাজ শেষ করা হবে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে শেরপুরের নকলা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি এসময় বলেন, শেখ হাসিনার দক্ষতা ও সাহসিকতায় বাংলাদেশ আজ সফল ও উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। সেই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।
দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে বদ্ধপরিকর। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এদিন কৃষিমন্ত্রী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে কম্বল ও বিভিন্ন প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎচালিত ৩০টি বাতি বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ, কৃষি বিভাগের উপ-পরিচালক ড. আব্দুস সালাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসআই