ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

‘এখন তো ইলেকশন না, মতি ভাই মতি ভাই করতে হবে না’

এম. আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
‘এখন তো ইলেকশন না, মতি ভাই মতি ভাই করতে হবে না’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে ধর্মমন্ত্রণালয়ের তহবিল থেকে ময়মনসিংহ সদর ও পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ করছিলেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

শহরের শিববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চেক বিতরণের সময় সেখানে হাজির হলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব আলীসহ কয়েক প্রকৌশলী।



চা-বিস্কুট দিয়ে এ বিভাগের প্রকৌশলীদের আপ্যায়ন করার ফাঁকে তাদের সঙ্গে কথা বলার সময়েই হঠাৎ ‘মতি ভাই মতি ভাই’ বলে শ্লোগান ধরে অফিসে এসে হাজির হলো শহর ছাত্রলীগের নেতা-কর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক উষাণের নেতৃত্বে চলছে জ্বালাময়ী এ শ্লোগান।

নীরবতা ভেঙে সরগরম গোটা দলীয় কার্যালয়। দলীয় সিনিয়র নেতারা তাদের শ্লোগান থামাতে বলছিলেন। কিন্তু কে শোনে কার কথা! এরপর মন্ত্রী নিজেই স্বভাবসুলভ হাসি দিয়ে বলে উঠলেন, ‘এই ছেলেরা শোন, এখন তো ইলেকশন না। মতি ভাই, মতি ভাই করতে হবে না। তোমরা বসো, চা খাও। ’ মন্ত্রীর কথার পর থেমে গেলো শ্লোগান।

দলীয় কার্যালয়ে ফুরফুরা মেজাজ নিয়ে মন্ত্রীর আশেপাশে বসে আছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মন্ত্রীর কথায় হাসির রোল পড়ে গেলো কার্যালয়ের ভেতরে-বাইরে। হাসতে দেখা গেলো উষাণের পক্ষের শহর ছাত্রলীগ নেতা-কর্মীদেরও।

মন্ত্রী সবার উদ্দেশ্যে বললেন, ‘সদর উপজেলার খাগডহর ইউনিয়ন থেকে সিরতা হয়ে প্রায় ৩শ’ মিটার দীর্ঘ একটি ব্রিজ হবে। এ ব্রিজটি হলে ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট, শেরপুরের নকলা হয়ে ভারতের সীমান্ত পর্যন্ত সড়কটি সম্পূর্ণতা পাবে।

এ ব্রিজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এ ব্রিজের সুবিধা ভোগ করবেন গোটা চরাঞ্চলের বাসিন্দা। ’

তিনি এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত সময়ের মধ্যেই এ ব্রিজ নির্মাণ করতে নির্দেশ দেন।

ভিড়ের মধ্যেই বাংলানিউজের এ প্রতিনিধিকেই ডাকলেন বর্ষীয়ান রাজনীতিক, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে কতজন বাংলাদেশি এখনো নিখোঁজ রয়েছেন, এ প্রশ্ন করতেই মন্ত্রী জানালেন, ৪৩ জন বাংলাদেশি এখনো নিখোঁজ রয়েছেন।

তাদের খোঁজ নিতে ধর্মমন্ত্রণালয় থেকে ইতোমধ্যে সৌদি সরকারকে চিঠি দেয়া হয়েছে।

তাদের এখনো নিখোঁজের কারণ সম্পর্কে মন্ত্রী বললেন, নিখোঁজদের চেহারা বিকৃত হয়ে গেছে। চেনার উপায় নেই। তাদের বিষয়ে সৌদি সরকার বেশ আন্তরিক।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবকে ঘিরে শহর ও বিভিন্ন উপজেলাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেয়া হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, প্রধানমন্ত্রী এ শ্লোগানের প্রবক্তা। সবাই ভয়ভীতিহীন অবস্থায় পূজা উদযাপন করছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে সারা দেশে এ বছর প্রায় ১ হাজার পূজামণ্ডপ বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রী র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন, এ কথা জানিয়ে প্রিন্সিপাল মতিউর রহমান বলেন, ‘আমরা নেত্রীর কথামতো সব জায়গায় অভয় দিচ্ছি, যাতে সবাই নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে। ’

তিনি জানান, ধর্মমন্ত্রণালয়ের তহবিল থেকে ময়মনসিংহ সদর উপজেলার ৬০টি ও পৌরসভার ৪৬টি পূজা মণ্ডপে ৪ হাজার থেকে ৮ হাজার টাকা করে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।