গাজীপুর: গাজীপুর জেলার কালীগঞ্জের মধ্য পানজোরা গ্রামে অভিযান চালিয়ে নকল ইলেকট্রিক মালামাল ও সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে আটকদের মামলায় গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের মধ্য পানজোরা গ্রামের শামীম আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ওই বাড়ির শামীম আহমেদ (৩৮), খাগড়াছড়ির ঘুইমারা উপজেলার মাটিরাঙ্গা এলাকার মুসলিম পাড়ার আশরাফ হোসেনের ছেলে রেজাউল করিম (১৯) এবং নূরুল আমিনের ছেলে রিয়াদ হোসেন বাবুকে (১৯) আটক করা হয়।
অভিযানকালে বিভিন্ন ধরনের নকল ইলেক্ট্রিক মালামাল ও সরঞ্জামসহ ২ লাখ ৩৫ হাজার ২০০ টাকার মালামাল জব্দ করেছে পুলিশ।
এ ব্যাপারে চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, অবৈধ কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স স্ট্যাবিলাইজার তৈরি করে বাজারজাত করে আসছিল চক্রটি।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘন্টা, অক্টোবর ২১, ২০১৫
এমএ/