ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বিসিএস কমিটির আয়োজনে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
ধামরাইয়ে বিসিএস কমিটির আয়োজনে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): অষ্টম জাতীয় বেতন স্কেলের বৈষম্য নিরসন, সিলেকশন গ্রেড, টাইম স্কেলসহ উপজেলা পর্যায়ে ইউএনও’র মাধ্যমে বেতনে স্বাক্ষর বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে ২৬ ক্যাডারের সমন্বয়ে বিসিএস কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এই মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলার ১৬ বিভাগের কর্মকর্তারা।



ধামরাই উপজেলা ইউএনও’র অফিস চত্বরে মানববন্ধন থেকে দ্রুত এসব সিদ্ধান্ত বাতিলের দাবি করেছেন তারা।  

বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, পশু সম্পদ কর্মকর্তা ডা. মো. খোরশেদ আলম, চিকিৎসক খালেদা নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান সিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।