ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
গোবিন্দগঞ্জে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান সরকারের ছেলে আশিকুর রহমান সাম্য হত্যার বিচার দাবিতে গোবিন্দগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি অব্যাহত রয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে শহরের সব বিপণি বিতান বন্ধ রাখা হয়েছে।

তবে উপজেলা সড়কে সীমিত আকারে যান চলাচল করতে দেখা যায়।

হরতালের সমর্থনে পৃথক পৃথক মিছিল নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে সাম্য মঞ্চের সমর্থকরা ও নেতাকর্মীরা।

সাম্য হত্যার ম‍ূল পরিকল্পনাকারীসহ সব আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ হরতাল আহবান করেন সাম্য মঞ্চের আহবায়ক সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ল‍ুৎফর রহমান চৌধুরী।

তিনি বলেন, সাম্য হত্যার ৩৩ দিন অতিবাহিত হলেও হত্যার মূল পরিকল্পনাকারীসহ সব আসামি গ্রেফতার না হওয়ায় এই হরতালের ডাক দেওয়া হয়েছে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে, হরতাল চলাকালে বেলা ৩টা পর্যন্ত শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ পৌর সভার বটতলীর একটি সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি সাম্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।