ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুর জজকোর্টের আইনজীবীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
মেহেরপুর জজকোর্টের আইনজীবীকে জরিমানা

মেহেরপুর: ভোটকেন্দ্রে মোটরসাইকেল নিয়ে প্রবেশের অভিযোগে মেহেরপুর জজকোর্টের আইনজীবী মোশাররফ হোসেনকে পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কাথুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাঁসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান তাকে এ জরিমানা করেন।



দণ্ডপ্রাপ্ত মোশাররফ হোসেন সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃতু ছহির উদ্দীন মন্ডলের ছেলে।

রাহাত মান্নান বাংলানিউজকে জানান, মোটরযান অধ্যাদেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন বিধিমালা অনুযায়ী ওই ‌আইনজীবীকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।