সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা কারাগার থেকে তিন আসামি পালিয়ে গেছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে রোমেন (২০), তারেক (২০) ও ছপলু (১৯) নামে তিন আসামি কারাগার থেকে পালিয়ে যায়।
সুনামগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আজিজুল ইসলাম বাংলানিউজকে জানান, আসামিরা কিভাবে পালিয়েছে বা ভুল জামিন নামায় চলে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ছাতক থানা পুলিশের হেফাজতে রোমেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ অর রশিদ।
এর আগে রোববার (২৫ অক্টোবর) পুলিশ তাদের গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এটি